ঝিকরগাছায় জমি আত্মসাতের ঘটনায় দু’সহোদর ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় জমি আত্মসাতের ঘটনায় দু’সহোদর ভাইয়ের বিরুদ্ধে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মৃত-ছবেদ আলী মোড়লের পুত্র মিজানুর রহমান। শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মিজানুর রহমানের কণ্যা তাহারিয়া তাবাচ্ছুম জ্যোতি। লিখিত বক্তব্যে তার পিতা দীর্ঘদিন বাইরে অবস্থান করতেন উল্লেখ করে বলেন, তার পিতা মালেশিয়া যাওয়ার জন্য টাকার প্রয়োজন হওয়ায় পরবর্তীতে সম্পত্তি ফেরত দেবার শর্তে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে সহোদর দু’ভাইয়ের কাছে ১৬ শতক জমি বিক্রি করে। কিন্তু তার বাবা জমাজমি সম্পর্কে না বোঝার কারনে সহোদর দু’ভাই রফিকুল ইসলাম ও সাহেব আলী ষড়যন্ত্র করে তার স্থাবর অস্থবর সমস্থ সম্পত্তি ৭০ শতক জমি কোবলা দলিল মূলে রেজিষ্ট্রি করে নেয়। যার দলিল নং-২১২১, তাং-১৭/০৪/১৯৯৬ ইং। দীর্ঘদিন ধরে তিনি বাইরে অবস্থান করায় উক্ত সমুদয় সম্পত্তি তার চাচারা ভোগদখল করে আসছিলো। বর্তমানে মিজানুর রহমান বাড়িতে অবস্থান করাকালিন সহোদর ভাইদের নিটক জমি ফেরত চাইলে তার নামে কোন সম্পত্তি নেই বলে জানাই। এ বিষয় বেশ কয়েকবার ঝিকরগাছা থানাসহ স্থানীয় ভাবে মিমাংসার জন্য বসাবসি হয়েছে। ওই সব শালিশি বৈঠকে তাহারা জমি ফেরত দিতে রাজি হলেও দীর্ঘদিন ধরে নানা তালবাহানা করে আসছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মিজানুর রহমানের কণ্যা তাহারিয়া তাবাচ্ছুম জ্যোতি। এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমানের পুত্র, ইয়াসিন আরাফাত, জামাতা জসিম উদ্দিন, দলিল লেখক মাসুম মোড়ল প্রমূখ।