পুড়ে যাওয়া মুখ নিয়েই ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ শ্রী সাইনি

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে প্রথমবারের মতো ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ খেতাব জিতলেন শ্রী সাইনি। লস অ্যাঞ্জেলেসে ডায়ানা হেডেন সাইনির মাথায় এই শিরোপা পরিয়ে দেন। শ্রী সাইনির কাছে এ শিরোপা যেন স্বপ্নের মতোই। কারণ এতদূর আসার পথটা মোটেও মসৃণ ছিল না তার। ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় পড়লে মাত্র ১২ বছর বয়সেই তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। সে দুর্ঘটনায় তার সমস্ত মুখটাই পুড়ে গিয়েছিল। তবে থেমে থাকেননি শ্রী সাইনি। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন।
অপরিসীম অধ্যবসায়, জেদ আর সংকল্পের কারণেই শূন্য থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। হয়েছেন এ বছরের ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’। এমন খেতাবে উচ্ছ্বসিত শ্রী সাইনি জানান, তিনি দারুণ খুশি। আবার ভয়ও করছে। সবকিছুই সম্ভব হয়েছে মা-বাবার জন্য, বিশেষ করে মায়ের জন্য। তিনি জানান, এই খেতাব পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছি। ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে দীর্ঘ পোস্টও করেছেন সাইনি। সেখানে লিখেছেন, তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই খেতাব পেলেন। সাফল্যের জন্য মা-বাবার পাশাপাশি সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানান সাইনি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাইনি বলেন, আমি মডেলিং চালিয়ে যেতে চাই। পাশাপাশি সামাজিক কাজে অংশ নিতে চাই। বিশেষ করে অসহায় নারী ও শিশুদের নিয়ে এরইমধ্যে কিছু কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছে রয়েছে। একটি দাতব্য সংস্থা গড়ারও স্বপ্ন দেখি। সেই সংস্থাও অসহায় নারী-শিশুদের নিয়েই কাজ করবে।