যশোর শহরে রিকশা চালক ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুরে এক রিকশা চালক ছুরিকাহত হওয়ার প্রতিবাদ করতে গিয়ে তার স্ত্রী ও বোন আহত হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। অপরদিকে পৃথক ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। আহতরা হচ্ছেন, শংকরপুর মুরগীর ফার্ম এলাকার রিকশা চালক আব্দুল কাদের (৩৫), তার স্ত্রী নাজমা বেগম (৩০), বোন আসমা (২২) ও প্রতিবেশি রাজু (২৮)।
আহতদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আব্দুল কাদেরকে প্রতিবেশি রাজু, হোসেনসহ ৫/৬জন মিলে ছুরিকাঘাত করে। এ সময় আব্দুল কাদেরের স্ত্রী ও বোন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে কাদেরের পরিবারের লোকজন পাল্টা হামলা চালালে রাজু আহত হয়। আব্দুল কাদের ওই এলাকার আব্দুল মান্নানের পুত্র। একই এলাকার মোস্তফার পুত্র রাজু। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় আরো ৬ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, যশোর সদর উপজেলার ধোপাখোলা নিমতলা এলাকার শওকত আলী (৫৪), তার পুত্র নাজমুল ইসলাম (২৪), মনিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের কওসার আলী (৫৫), তার পুত্র জাহাঙ্গীর হোসেন (১৭), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেড়েরমাঠ এলাকার জামাল হোসেন বিষ্ণু (৩৫) ও কালীগঞ্জ উপজেলাধীন জীবননগর গ্রামের লুৎফর রহমানের পুত্র অরচি (২১)। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় এবং বেদম প্রহার করলে তারা আহত হন।