যশোর শহরে দুই কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর শহরের বারান্দীপাড়া লিচুতলা ব্রিজের ওপর দুই কিশোরকে মারপিট ও ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। লোন অফিসপাড়ার রবিউল ইসলামের স্ত্রী ঝুমুর বেগম ৫জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। আসামিরা হলো- শেখহাটি এলাকার কামাল হোসেনের ছেলে সুমন ওরফে ডন সুমন (৩০), একই এলাকার মবেল (৩৫), মিলন হোসেনের ছেলে অনিক (২২), মোশারফ হোসেনের ছেলে বাবু (২২) এবং সিরাজুল ইসলামে ছেলে শান্ত (১৯)সহ অজ্ঞাত ৫/৬ জন। মামলায় ঝুমুর বেগম উল্লেখ করেছেন, তার ছেলে বর্ষণ (১৬) শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সোহান নামে এক বন্ধুকে সাথে নিয়ে লিচুতলা ব্রিজের ওপর বসেছিলো। সে সময় আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে যায়। এবং বর্ষণকে মারপিট ও ছুরিকাঘাত করে। এ সময় তার বন্ধু সোহান ঠেকাতে গেলে আসামিরা তাকেও মারপিট ও কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়।