করোনায় যশোরে একজনের মৃত্যু শনাক্তের হার দুই শতাংশের নিচে

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় যশোরে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণের হার ক্রমান্বয়ে নি¤œমুখী হচ্ছে। শুক্রবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তবে এ দিন ১২২ জনের নমুনা পরীক্ষা করে মাত্র দুই জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৬৪ শতাংশ বলে জানা গেছে।
যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, হাসপাতালে করোনা রোগীর চাপ অনেক কমেছে। আক্রান্তের চেয়ে সুস্থতার হার কয়েক গুণ বেড়েছে। তিনি বলেন, বর্তমান হাসপাতালের রেড জোনে ভর্তি রয়েছেন ১৪ এবং ইয়েলো জোনে ২৩ জন। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি চারজন ও ইয়েলো জোনে ছয়জন ভর্তি হয়েছেন। এদিকে, যশোরের সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানে ১২২টি নমুনা পরীক্ষা করে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে অভয়নগরে একজন ও ঝিকরগাছায় একজন শনাক্ত হয়েছেন। তিনি বলেন, গত কয়েকদিন করোনা সংক্রমণ কমেছে। তবে শুক্রবার এক জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, করোনা সংক্রমণ কমলেও আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণ কমছে বলে অবহেলা করা যাবে না। তিনি করোনা টিকার জন্য যারা নিবন্ধনের আওতায় এখনও আসেনি তাদেরকে দ্রুত নিবন্ধন করে টিকা নেওয়ার অনুরোধ জানান।