আসন্ন শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে ঝিকরগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় পারবাজারস্থ শিব মন্দির প্রজ্ঞানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাভারন সার্কেল এ এস পি জুয়েল ইমরান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস-চেয়ারম্যান রুবনা তাক্ষী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক তড়িৎ কুমার দাস, সহ-সভাপতি নন্দ দেবনাথ, যুগ্ম-সম্পাদক সুভাষ ভক্ত বাবুল, বাঁকড়া ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল গাঙ্গুলি, সদস্য দেবাশীষ ঘোষ, সুশান্ত সেন, বিনয় ঘোষ, শ্রীবাস দাস, প্রতিত পবন পাল, মিলন রায় প্রমূখ। শান্তিপূর্ন ভাবে আসছে শারদীয় দূর্গোৎসব পালন করতে উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাভারন সার্কেল এসএসপি জুলেয় ইমরান।