নীতিমালা প্রণয়নের পর সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের দাবি খোকনের

0

লোকসমাজ ডেস্ক॥ অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন এ দাবি জানান। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান, অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যারিস্টার খোকন বলেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের নীতিমালা না থাকায় এরই মধ্যে দেশের ও বিচার ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে। অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। ব্যারিস্টার খোকন বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নতুন বিচারপতি নিয়োগের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। কিন্তু বিচারক নিয়োগের নীতিমালা বা নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনা পালন সম্পার্কে কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। এ অবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ৯৫(২) অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য হাইকোর্টের ২০১৭ সালের ১৩ এপিলের রায়ের আলোকে বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন করে উচ্চ আদালতে বিচারক নিয়োগের দাবি জানাচ্ছি। তিনি বলেন, শুধু রাজনৈতিক আনুগত্যের কারণে কাউকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করা কোনো ভাবেই বাঞ্ছনীয় নয় এবং দেশবাসী কামনা করে না।