পাইকগাছার প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার উপজেলার কৈয়াছিটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থ আত্মসাত করায় জেলা শিক্ষা অফিসার বরারর গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে।
অভিযোগ দেখা যায় সরকার ২০১৯-২০অর্থ বছরে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত বাবদ ২ লাখ, স্লিপের ৫০ হাজার, রুটিন মেইনটেন্যান্স ৪০ হাজার, প্রাক প্রাথমিক ১০হাজার ও প্রাকৃতিক দুর্যোগ ৫ হাজার টাকা বরাদ্দ হয়। ২০২০-২১অর্থ বছরে ক্ষুদ্র মেরামত ২ লাখ, স্লিপে ৫০ হাজার ,রুটিন মেইনটেন্যান্স ৪০হাজার টাকা বরাদ্দ হয়। চলতি অর্থ বছরে ২০২১-২০২২ একইরুপ বরাদ্ধ দেয়া হয়েছে। যার ৩০% টাকার কাজ হয়নি বলে অভিযোগ কারীরা অভিযোগে উল্লেখ করেন। অভিভাবক সদস্য মৃন্ময় বলেন, প্রধান শিক্ষক ফনিন্দ্র নাথ নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত।তিনি কাউকে মুল্যায়ন করে না। বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে নিজে খরচ করে তা হিসাব না দিয়ে আত্মসাৎ করেছেন। যে কারনে ১৩০ জন সহি স্বাকর করে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ করেছি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র মন্ডল ও শিবপদ মন্ডল বলেন, প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সাথে সুসম্পর্ক না রেখে কাজ কাম করায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। প্রধান শিক্ষক ফনিন্দ্র নাথ মন্ডল সব কিছু অস্বীকার করে বলেন, কোন টাকা আত্মসাৎ করা হয়নি। উপজেলা শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম বলেন, কৈয়াছিনিবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ফনিন্দ্রনথ মন্ডলের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।