একজনকে চারবার টিকা দেওয়ার অভিযোগ

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গৌতম রায় নামের এক ব্যক্তিকে চারবার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সদর উপজেলার বল্লী ইউনিয়নের স্বাস্থ্য সহকারী নাজমুন নাহার চারবার টিকা দিয়েছেন বলে অভিযোগ করেন গৌতম রায়। তিনি সদরের আমতলা গ্রামের বাসিন্দা।
গৌতম রায় জানান, টিকা নিতে সকালে বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে তাকে পরপর চারবার টিকা দেওয়া হয়। টিকার পুরো বোতল শেষ করার জন্য তাকে এভাবে টিকা দেওয়া হয়েছিল। টের পেয়ে ভয় পেয়ে যান তিনি। তবে জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, গৌতম রায়কে ডেকেছিলাম। কিন্তু দেখে মনে হচ্ছে না তাকে একাধিকবার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য সহকারী নাজমুন নাহার জানিয়েছেন এমরকম ভুল হতে পারে না।
সিভিল সার্জন আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখেছি। তাকে একবারই টিকা দেওয়া হয়েছে। এলার্জিজনিত কারণে তার হাতের ওপরের অংশ ফুলে গেছে বলে তদন্ত করে আমাকে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে করোনার গণটিকা কর্মসূচি চলেছে। সকাল ৯টা থেকে জেলার ৮৭টি কেন্দ্রে করোনার প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হয়। দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনে এক লাখ ২১ হাজার টিকা দেওয়া হবে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয় শহরের আমতলা এলাকায় মানুষের টিকা নিতে ভিড় লক্ষ্য করা গেছে। টিকা নিতে আসা জায়েদুল ইসলাম বলেন, নিরাপদ থাকতে হলে টিকা নেওয়ার বিকল্প নেই। সে কারণে টিকা নিতে এসেছি। করোনা এখন কোনও ভয় কিংবা আতঙ্ক নয়, সচেতন হলেই মুক্ত থাকা যায়। টিকা নিতে আসা ফাতেমা বেগম বলেন, আমি টিকার রেজিস্ট্রেশন করেছিলাম। মোবাইলে মেসেজ পাইনি। গণটিকা দেওয়া হচ্ছে মাইকিং শুনে টিকা নিতে এসেছি।
পৌরসভার কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল বলেন, টিকা নিতে প্রথম দিকে মানুষের অনাগ্রহ থাকলেও এখন আগ্রহ বেড়েছে। তবে চাহিদার তুলনায় টিকার সরবরাহ কম। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, সাধারণ মানুষের টিকা নিতে প্রচুর আগ্রহ। তবে যে পরিমাণ টিকা নিতে আগ্রহী সেই পরিমাণ দেওয়া হচ্ছে না। আমার ইউনিয়নে এক হাজার ৫০০ টিকা দেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার সাহা বলেন, উপজেলায় ১৫ হাজার টিকা দেওয়া হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই দিনব্যাপী ক্যাম্পেইন চলবে। টিকার কেন্দ্রেগুলোতে ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, ৭৮ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নয় ওয়ার্ডে এক লাখ ২১ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রতি ইউনিয়নে এক হাজার ৫০০ জন ও পৌরসভার প্রতি ওয়ার্ডে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। বুধবারও ক্যাম্পেইন চলবে। যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই টিকা নিতে পারবেন।