ইভ্যালির এমডি আবারো এক দিনের রিমান্ডে, চেয়ারম্যান কারাগারে

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এই দম্পতির সাত দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন। মঙ্গলবার দুপুরে মো: রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার শেষ হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর রাতে আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। পরদিন ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের র‌্যাব সদর দফতরে নেয়া হয়।