ভারতে চিকিৎসা শেষে ফেরার পথে ইমিগ্রেশনে বাংলাদেশির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার॥ ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় ইমিগ্রেশনের মধ্যে আব্দুর রহিম (৪৮) নামের এক বাংলাদেশি মারা গেছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন ভবনে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ঢাকার দক্ষিণ খান এলাকার মো. জহিরুল হকের ছেলে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, আব্দুর রহিম গত ১৫ সেপ্টেম্বর মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যান। সেখানে ডাক্তার দেখিয়ে তিনি রোববার দুপুরের দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসেন। ইমিগ্রেশন থেকে বের হওয়ার সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে তিনি ঢলে পড়েন। পরে ইমিগ্রেশনে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।