শার্শায় যৌন হয়রানির প্রতিবাদ করায় হাতুড়িপেটা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামে যৌন হয়রানির প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে সন্ত্রাসীরা হাতুড়িপেটা করেছে। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন জানিয়েছেন, একই গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তার কন্যার ওপর যৌন নির্যাতন চালায়। নির্যাতনের পর ৩ মাসের অন্তঃসত্ত্বা হলে তার গর্ভপাত ঘটায়। আলমগীর হোসেন জানান, বিষয়টি নিয়ে গ্রামে সালিশ বসে। গ্রাম্য মাতব্বররা সালিশের সিদ্ধান্ত মোতাবেক জাকির হোসেনকে ১ বছর আগে গ্রাম ছাড়া করে। সম্প্রতি বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর গ্রামে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আলমগীর হোসেন এর প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে জাকির হোসেনের পক্ষে কানাইনগর গ্রামের ময়না, ঝিকরগাছার কাগমারী গ্রামের জীমসহ ৭/৮ জন রড ও হাতুড়ি নিয়ে গতকাল সকাল ৮টার দিকে আলমগীর হোসেনের বাড়ি হামলা চালায়। এ সময় আলমগীর হোসেন বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পথে ধরে সন্ত্রাসীরা তাকে হাতুড়িপেটা করে। হাতুড়ির আঘাতে তার হাত ও পা ভেঙে যায়। পরে আহত আলমগীরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।