বিনিয়োগকারীদের ২ কোম্পানির লভ্যাংশ প্রেরণ

0

লোকসমাজ ডেস্ক॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি তাদের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো- বাটা সু ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক।সূত্র জানায়, বাটা সু ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বাটা সু ২৫ শতাংশ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।