বৈদেশিক মুদ্রা প্রতারকচক্রের দুই সদস্য আটক যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের জজকোর্টের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামের ধলা মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৫) ও আব্দুর রব ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৪৫)। কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানান, আটক দুই ব্যক্তি গত বুধবার যশোরের একটি বেসরকারি ব্যাংকে যান। তারা ব্যাংকের সেকেন্ড অফিসারের কাছে গিয়ে প্রস্তাব দেন তাদেরকে নগদ ৮০ হাজার টাকা দিলে বিনিময়ে তারা দেড় লাখ টাকা সমমূল্যের রিয়াল দিবেন। তাদের প্রস্তাবে কিছুটা সন্দেহ হয় ব্যাংক অফিসারের। তিনি বিষয়টি পুলিশকে জানান। এ খবর পেয়ে পুলিশ ওই ব্যাংক অফিসারের মাধ্যমে ফাঁদ পাতে। কথা হয় বৃহস্পতিবার বিকেলে জজকোর্টের সামনে গিয়ে দুই পক্ষের মধ্যে অর্থ লেনদেন হবে। ফলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাংকের অফিসার সেখানে যান। আগে থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিলো। প্রতারকরা পাতা ফাঁদে পা দিয়ে টাকা আনতে সেখানে গেলে পুলিশ সাথে সাথে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাত্র ৫ রিয়াল এবং টাকার সাইজের কাটা সাদা কাগজের বান্ডিল উদ্ধার করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, আটক বৈদেশিক মুদ্রা প্রতারকচক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা থানায় হবে।