পাইকগাছায় সেনা সার্জেন্টসহ বাড়ির সদস্যদের অচেতন করে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা পৌরসভায় সেনা সার্জেন্টেসহ তার পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাইকগাছা পৌরসভার সরল ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেনাবাহিনীর সার্জেন্ট শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা জানান, সকালে সার্জেন্ট শাহিন (৪৩) জ্ঞান ফিরে দেখেন তার স্ত্রী সালমা খাতুন (৩৮), দুই মেয়ে তামান্না খাতুন (১৫) ও তানিয়া খাতুন(১২) অচেতন অবস্থায় রয়েছেন। ঘরের দরজা জানালা ও আলমারি ভাঙা। আলমারি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তারা ধারণা করছেন বুধবার গভীর রাতের কোন এক সময় দুর্বৃত্তরা চেতনানাশক প্রয়োগ করে তাদের অচেতন করে লুটপাট করেছে। বিষয়টি শাহিন তার কর্মস্থল যশোর সেনানিবাসে জানালে তারা অসুস্থদের যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ব্যাপারে পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন রায় জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।