বম্বে হাই কোর্টে খারিজ কঙ্গনার আবেদন

0

লোকসমাজ ডেস্ক॥ আদালতে জাভেদ-কঙ্গনা তরজা তুঙ্গে। আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে আবেদন করেন কঙ্গনা। বৃহস্পতিবার অভিনেত্রীর সেই আবেদন খারিজ করে দিয়েছেন বম্বে হাই কোর্টের বিচারপতি রেবতি মোহিত দেরে। হৃত্বিক-কঙ্গনা বিচ্ছেদ ঘিরে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল বলিউড। তাদের এই ঝামেলায় বলিউডের গীতিকার জাভেদ আখতারের নাম জড়িয়েছিলেন কঙ্গনা। কঙ্গনাকে বাড়িতে ডেকে হৃতিকের ক্ষমতা সম্পর্কে হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন অভিনেত্রী। পরবর্তীকালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক টেলিভিশন সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন যে, বলিউডে একটি সুইসাইড গ্যাঙ আছে যারা প্রতিনিয়ত আউটসাইডারদের আত্মহত্যায় প্ররোচনা দেয়। তাদের মধ্যে অন্যতম জাভেদ আখতার।
অভিনেত্রীর এই মন্তব্যের জেরেই গতবছর নভেম্বরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জাভেদ আখতার। এই মামলা বাতিল করার জন্য হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন অভিনেত্রী। কোর্টের তরফ থেকে মুম্বই পুলিশকে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল। কিছুদিন আগেই সেই আবেদনের রায় স্থগিত রেখেছিল বম্বে হাই কোর্ট। অবশেষে খারিজ করা হল কঙ্গনার আবেদন।