যশোরে একদিনে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু : বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনায় ও উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছে। বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গতকাল ডেঙ্গু জ্বরে মাসুম (৩০) নামে আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ১২ দিনে ৬ জন এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন ৪৩ জন।
ডেঙ্গু ভাইরাস বহনকারী স্ত্রী জাতীয় এডিস মশা কাউকে কামড়ালে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। যশোরেও দেখা দিয়েছে ডেঙ্গু। গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী মাসুমের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামে। ওই গ্রামের নান্নু মিয়ার ছেলে মাসুম ঢাকায় এএসআর এন্টারপ্রাইজের ক্রেনচালক। গত ৪ দিন ধরে জ্বরে আক্রান্ত হলে গতকাল তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর। মাসুমের রক্তের প্লেটলেট কাউন্ট হচ্ছে ১ লাখ ৪৫ হাজার। একজন সুস্থ লোকের প্লেটিলেট কাউন্ট থাকে ৪/৫ লাখ।
সূত্র জানিয়েছেন, গত ২৭ আগস্ট পর্যন্ত যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ জন। গতকাল পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জন। ফলে ১২ দিনের ব্যবধানে ৬ জন লোক আক্রান্ত হয়েছেন সংক্রামক রোগ ডেঙ্গু জ্বরে। কোন ডেঙ্গু রোগীকে যদি কোন মশায় কামড় দেয় তাহলে ওই মশা যাকে কামড়ায় তিনিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এ জন্য কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে যাতে কোন মশা কামড় দিতে না পারে সে জন্য মশারি দিয়ে রোগীকে সব সময় ঢেকে রাখা হয়। যশোর সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, এ বছর যশোরে ৪৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে, করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় যশোরে ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় ৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে ২ জন মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত যশোরে সর্বমোট ২১ হাজার ৩শ’ ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৪শ’ ৭৪ জন। আক্রান্তদের মধ্যে ২০ হাজার ১শ’ ৩৫ জন সুস্থতা লাভ করেছেন।