দাম কমার শীর্ষে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসই’র দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) লেনদেন শেষে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটের ক্লোজিং দাম ছিল ১৩.১০ টাকা। বুধবার লেনদেন শেষে ফান্ডটির দাম দাঁড়ায় ১১.৮০ টাকায়। ফলে দাম ১.৩০ টাকা বা ৯.৯২ শতাংশ কমেছে।
ডিএসইতে দাম কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮.৮৫ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৬.৭৬ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৫৯ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৫৩ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৫১ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.২৩ শতাংশ, শেফার্ডের ৪.১৬ শতাংশ, ইমাম বাটনের ৪.০৭ শতাংশ এবং দুলামিয়া কটনের ৩.৯৪ শতাংশ দাম কমেছে।