স্টোরিজ অপশন বাদ দিচ্ছে লিঙ্কডইন

    0

    লোকসমাজ ডেস্ক॥ স্টোরিজ অপশনটি বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে লিঙ্কডইন। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন একটি ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর অফ প্রোডাক্ট লিজ লি বলেন, চলতি মাসের শেষ নাগাদ এটি বাদ দিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২০ এর ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে স্ন্যাপচ্যাট স্টাইলের এই ভিডিও স্টোরিজ অপশনটি চালু করেছিল। এর একটি অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ব্যবহারকারীরা সাধারণত চায় না তাদের আপলোড করা ভিডিও মুছে যাক। তাদের প্রফেশনাল স্টোরিকে আরও প্রফেশনাল করার জন্য এটাকে স্থায়ী করা প্রয়োজন। ভার্জ জানায়, লিঙ্কডইন মূলত টুইটারের ফ্লিট বন্ধ করে দেওয়ার পথে এগোচ্ছে। টুইটারও একটি বিষয় পর্যবেক্ষণ করেছে যে ব্যবহারকারীরা আসলে এভাবে অস্থায়ী ভিডিও আপলোড করতে আগ্রহী নয়। এজন্য ফ্লিট চালু করার পর এটি ব্যবহারের তেমন একটা আগ্রহ মানুষের দেখা যায়নি। ভার্জ আরও জানায়, যেহেতু বড় দুটি সোশ্যাল মিডিয়া এই অস্থায়ী ভিডিও আপলোডের অপশন বাদ দিলো। এর ধারাবাহিকতায় স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের এই অপশনটিও বাদ হওয়া এখন সময়ের দাবি।