আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটস

0

লোকসমাজ ডেস্ক॥ ইনসট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে দারুণ সব ফিচার। তবে একটি বিষয়ে ব্যবহারকারীদের অভিযোগ ছিল, সেটা হলো- আইওএস থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট বা হিস্ট্রি স্থানান্তর করা যেতো না। অবশেষে এই সমস্যারও সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন থেকে আইওএস ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাটস স্থানান্তর করতে পারবেন।
ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে আইওএসের হোয়াটসঅ্যাপ চ্যাটস বা হিস্ট্রি অ্যান্ড্রয়েডে নেওয়া যাবে। এখন শুধু স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ফিচার চালু করা হয়েছে। সেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ বা তার ওপরের ভার্সন থাকতে হবে। অন্য ব্র্যান্ডের ডিভাইসগুলোতেও দ্রুত এই ফিচার চালু করা হবে বলে ঘোষণা দিয়েছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এই ফিচার সম্পর্কে হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানায়, ব্যবহারকারীরা যে কয়েকটি ফিচারের জন্য সবচেয়ে বেশি অনুরোধ করেছেন, তার মধ্যে এটি অন্যতম। এই ফিচারের মাধ্যমে সুরক্ষিত ও নির্ভরযোগ্য উপায়ে চ্যাট স্থানান্তরের কাজটি যেন করা যায় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনও ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর করতে চাইলে তিনি শুধু ভয়েস মেসেজ, ফটো এবং ভিডিও স্থানান্তর করতে পারবেন। এক্ষেত্রে পেমেন্ট মেসেজ এবং কল হিস্ট্রির তথ্য স্থানান্তর করা যাবে না। এখন থেকে ব্যবহারকারীরা ডিভাইস পরিবর্তন করতে চাইলে হোয়াটসঅ্যাপে একটি অপশন পাবেন। সেখান থেকেই হোয়াটসঅ্যাপের চ্যাট সহজে স্থানান্তর করা যাবে।