কুষ্টিয়ায় বেড়েছে তেল-চিনি-আটা-ময়দার দাম

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার বাজারে হঠাৎ করেই চিনি, আটা-ময়দা, সয়াবিন তেল ও কালাইসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিপ্রতি আট টাকা, খোলা সয়াবিন তেল, আটা-ময়দা ও কালাইয়ের দাম ছয় টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ প্রশাসনের কোনো ধরনের মনিটরিং না থাকায় কুষ্টিয়ার বাজারে নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ছে।
সরেজমিনে কুষ্টিয়া শহরের পৌর বাজার ও বড় বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে বাজারে খোলা সয়াবিন তেল ১৩০ টাকা, চিনি ৭০ টাকা, আটা-ময়দা ২৪ টাকা ও কালাই ১২৪ টাকা কেজি ছিল। কুষ্টিয়ার বাজার নিয়ন্ত্রণ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অসৎ উপায় অবলম্বন করে কেউ যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।