যশোরে তিনজন খুন, একজন ছুরিকাহত

0

বিএম আসাদ॥ যশোরে গতকাল (মঙ্গলবার) একদিনে ৩ জন দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ সময় ছুরিকাহত হয়েছন ১ জন। খুন হওয়া ব্যক্তিরা হলেন,যশোর সদর উপজেলার বৈলপুর গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের পুত্র রাশেদ (৩০), ঝিকরগাছা উপজেলার গদখালী সদরালী গ্রামের আমীর আলীর পুত্র সাখোয়াত হোসেন (৬৭) ও বেনাপোলের অজ্ঞাত নামা যুবক(৩০)। এ ছাড়া ছুরিকাহত হয়েছে বেনাপোলের সাদীপুর গ্রামের মধুশেখের পুত্র চোরাচালানী শরীফ (৩০)।


পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার দিনগত গভীর রাতে বেনাপোলে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অজ্ঞাত নামা ওই যুবক খুন হয়েছেন। তার কোন পরিচয় মেলেনি। কারা কি কারণে তাকে হত্যা করেছে তাও পুলিশ উদ্ধার করতে পারিনি। সাখোয়াত হোসেনকে সোমবার সকালে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায় এবং রাতে ঝিকরগাছার ফতেপুর গ্রামে মাঠে ঘাসক্ষেতে কুপিয়ে হত্যা করে। তার দু’ কান কেটে দেয়া হয়েছ। রাশেদকে গত ২০ আগস্ট তার গ্রামের মনিরুল নামে এক মাদক ব্যবসায়ী পেটে ছুরিকাঘাত করে।গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল হাসপাতাল থেকে বাড়ি নেয়ার পর সন্ধ্যায় রাশেদ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাকা চুরি করে নেয়ার প্রতিবাদ করায় তিনি ছুরিকাহত হয়েছিলেন। অপরদিকে শরীফ একজন চোরাচালানী। এ দিন গভীর রাতে সীমান্ত থেকে ফিরার পথে বেনাপোল বাজারে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। বর্তমানে যশোর ২৫০শয্যা হাসপাতালে শরীফ মৃত্যর সাথে পান্জা লড়ছে।