মণিরামপুরে ভূমি অফিস সহকারীর বিরুদ্ধে প্রতারণা মামলার তদন্তে পিবিআই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে ভূমি অফিসের কর্মচারী (অফিস সহকারী) লুৎফর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দেয়া হয়েছে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম এই আদেশ দেন। একই সাথে বিচারক আগামী ২৮ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সংস্থাটিকে আদেশ দিয়েছেন। এর আগে গত ২৫ মার্চ আদালতে মামলাটি করেছিলেন মনিরামপুর উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে রহিম গাজী। কিন্তু করোনা পরিস্থিতিতে আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় মামলাটি এতোদিন আদেশের অপেক্ষায় ছিলো।
মামলায় বিবরণে জানা গেছে, পাঁচ বছর আগে মনিরামপুর উপজেলার মুক্তারপুর মৌজায় ৩৪৫ দাগে ৯০ শতক জমির মধ্যে ১৭ শতক নামজারি এবং ১০ শতক খাস জমি রহিম গাজীকে বন্দবস্ত করে দেওয়ার কথা বলেন লুৎফর রহমান। এজন্য তিনি তার কাছে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। ওইসময় লুৎফর রহমান মনিরামপুরের খাটুরা তহশিল অফিসে কর্মরত ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী রহিম গাজীর কাছ থেকে ১ লাখ ১৯ হাজার ৬শ’ টাকা নেন লুৎফর রহমান। কিন্তু চুক্তি অনুযায়ী কাজ করে না দিয়ে রহিম গাজীকে ঘুরাতে থাকেন তিনি। এ কারণে ২০২০ সালের ২৮ অক্টোবর মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ রহিম গাজী দেন। কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে চলতি বছরের ২৫ মার্চ আদালতে এ মামলা করেন রহিম গাজী। বুধবার আদালতে ওই মামলার আদেশের দিন ছিলো। আদালতের বিচারক এদিন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন।