যশোরে করোনায় ৩ জনের মৃত্যু আক্রান্ত ২৯

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গতকাল মঙ্গলবার করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৯ জন। এর আগের দিন সোমবার যশোরে করোনায় কোনো মৃত্যু ছিল না। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যশোরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪৭ জনে।এদিকে গত ২৪ ঘন্টায় ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯০২ জনে। যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. রেহনেওয়াজ জানান, যশোরে গত ২৪ ঘন্টায় ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫ জন, ঝিকরগাছায় ৩ জন, শার্শায় ১ জন, চৌগাছায় ৩ জন, মনিরামপুর ১ জন, কেশবপুর ১ জন ও অভয়নগরে ৫ জন রয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. সেখ আবু শাহীন বলেন, ‘করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে যশোরে। এর আগে সংক্রমণ ও মৃত্যু নিয়ে যে অবস্থা ছিলো আল্লাহর রহমতে সে অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে সামনের দিনগুলো আরও ভালো হবে।’