চুয়াডাঙ্গায় ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১১০জন করোনা পজিটিভ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় নতুন করে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ১১০জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে চুয়াডাঙ্গার পৌর এলাকার কুলচারা গ্রামের তসিম উদ্দীনের ছেলে শুকুর আলী (৪৫) মারা গেছেন। তাছাড়া উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গে মারা গেছেন, শহরের গুলশানপাড়ার মহর আলী মন্ডলের মেয়ে দাসী মন্ডল (৪২),দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে আশিরা খাতুন (৪০), একই উপজেলার মরহুম নূর বক্সের মেয়ে সকিনা খাতুন (৫২), আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের মফিদুল ইসলামের স্ত্রী মফিদা খাতুন (৮০), পারকুলা গ্রামের মরহুম মানিক জোয়ার্দ্দারের ছেলে ফকির চাঁদ জোয়ার্দ্দার (৬০), কালিদাসপুর গ্রামের মরহুম রমজান আলীর ছেলে বাবলুর রহমান (৫৫),গোবিন্দপুর মাঠপাড়ার ঘরজামাই আব্দুস সাত্তার (৬০), অনুপনগর গ্রামের ইদবার আলীর স্ত্রী আনারি খাতুন (৬৭) ও ঠিকানা বিহীন জোনাব আলী (৬৫)।
গত ২৪ ঘন্টায় নতুন করে অঅক্রান্ত ১১০ জনের মধ্যে সদর উপজেলায় ৬০জন, আলমডাঙ্গা উপজেলায় ২৫ জন, দামুড়হুদা উপজেলায় ১৬ জন ও জীবননগর উপজেলায় ৯ জন রয়েছে। আক্রান্তের হার ২৩ দশমিক ৭৬ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।