সিএপিএম আইবিবিএল ফান্ডের ১৩.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥ শেয়ারবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত কোম্পানি সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড তাদের ইউনিটহোল্ডারদের জন্য ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.৮৯ টাকা। আর আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিটপ্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১.৯৭ টাকা।
ইউনিটহোল্ডারদের লভ্যাংশ বিতরণের জন্য সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর।