বেনাপোলে আমদানি-রফতানি বন্ধে আটকে শতাধিক পণ্যবাহী ট্রাক

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রবিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকে। এ কারণে ভারতের পেট্রাপোল বন্দরে আটকা পড়ে কয়েক কয়েকশ’ পণ্য বোঝাই ট্রাক। আটকে থাকা আমদানি পণ্যের মধ্যে রয়েছে, শিল্প-কারখানা ও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের কাঁচামাল, তরল অক্সিজেন, কেমিক্যাল, মেশিনারি ও খাদ্যদ্রব্য। রফতানি পণ্যের মধ্যে রয়েছে, পাট ও পাটজাত পণ্য,মাছ, রেডিমেড গার্মেন্টস,মশারিসহ অন্যান্য পণ্য। আজ সোমবার সকাল থেকে আবারও শুরু হবে দু দেশের মধ্যে আমদানি-রফতানি। বেনাপোল চেকপোস্্ট পুলিশ ইমিগ্রেশন ওসি আহসান হাবিব রবিবার জানান, আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে শর্তসাপেক্ষে স্বল্প পরিসরে যাতায়াত করছেন দু দেশের পাসপোর্ট যাত্রীরা। বেনাপোল কাস্টমস কমিশনার মো.আজিজুর রহমান রবিবার জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে সরকারি ছুটি থাকায় এ বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে সোমবার সকাল থেকে আবারও শুরু হবে দু দেশের আমদানি-রফতানি বাণিজ্য।