কালীগঞ্জে ইয়াবা ও টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার কালীগঞ্জে পৃথক অভিযানে ১২শ পিস ইয়াবা ও ৩৮ হাজার টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিমগঞ্জ বাজার ও সাদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককরা হলেন, যশোর জেলার শার্শা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান হোসেন (২৬), একই এলাকার মোস্তফা কাইয়ুমের ছেলে জাহিদ পারভেজ (৪০), সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মৃত শেখ শহিদ হোসেনের ছেলে শেখ মনিরুজ্জামান পুটে (৫৬), মৌতলা গ্রামের মৃত কাজী মশিউর রহমান কোরায়েশীর ছেলে কাজী রাফায়েত আলী রাফু (৪৭) ও তার ছেলে ইশান (১৯) । পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুরে দুজন মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে ইমরান ও জাহিদ পারভেজকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী উপজেলা সদরের নাজিমগঞ্জ বাজারের শেখ মনিরুজ্জামান পুটের বাড়ি থেকে ১ হাজার ২০ পিস ইয়াবাসহ শেখ মনিরুজ্জামান পুটে, রাফায়েত আলী রাফু, তার ছেলে ইশানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৩৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান, এ চক্রটি অভিনব কৌশলে ভদ্রবেশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।