যশোরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচি মধ্যে ছিল- কালোব্যাজ ধারণা, বঙ্গবন্ধুর ম্যুরাল আলোচনা সভা, দোয়া মাহফিল, দরিদ্রভোজ প্রভৃতি। রোববার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা, পরিষদসহ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন, পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে। সকালে বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এরপর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরসভার পক্ষে মেয়র হায়দার গণি খান পলাশ, সিভিল সার্জন শেখ আবু শাহীন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের পক্ষে তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান, প্রেসক্লাব যশোরের পক্ষে সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের পক্ষে একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, যশোর মেডিকেল কলেজ, সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, সদর উপজেলা পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়াম লীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগীদের সাথে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এদিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবমহিলালীগের আয়োজনে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। বাদ জোহর বিভিন্ন মসজিদে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।