পাঁচদিনে ভারত থেকে এলো ১৭৮ টন কাঁচামরিচ

0

স্টাফ রিপোর্টার॥ দীর্ঘদিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকেলে ৩৭ টন কাঁচামরিচ স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। এ নিয়ে গত পাঁচদিনে এ বন্দর দিয়ে ১৭৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৯ আগস্ট (সোমবার) ১২ টন কাঁচামরিচ আমদানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে ১০, ১১ ও ১২ আগস্ট যথাক্রমে ৪৫, ২৪ ও ৬০ টন কাঁচামরিচ আমদানি করা হয়। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে। মেসার্স রুশাত এন্টারপ্রাইজ, মেসার্স জুবায়ের এন্টারপ্রাইজ, মেসার্স গাজী এমপেক্স ও মেসার্স উৎস এন্টারপ্রাইজ নামের চারটি প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে। আমদানিকারক ব্যবসায়ীরা জানান, সংকটের কারণে ব্যবসায়ীরা কাঁচামরিচ আমদানি শুরু করেছে। কাঁচামরিচ আমদানির ফলে দেশের বাজারে পণ্যটির দাম কমবে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, বৃষ্টি ও নিচু জমি পানিতে তলিয়ে যাবার কারণে দেশের বাজারে চার থেকে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বাজারে সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়।