আফগানিস্তান ত্যাগের নির্দেশ ফ্রান্সের, কাবুলে দূতাবাস বন্ধ করবে নরওয়ে

0

লোকসমাজ ডেস্ক॥ আবারো যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তান ত্যাগ করতে নিজের নাগরিকদের প্রতি আহŸান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। আফগানিস্তানে নিজেদের দূতাবাস কর্মী ও বিভিন্ন স্থানে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের কোনো পরিকল্পনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, নিরাপত্তা অবস্থার অবনতিতে, আমরা গত সপ্তাহেই ফরাসি নাগরিকদের যত দ্রæত সম্ভব আফগানিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছি। সেই আহŸান আবারও জানাচ্ছি। ওদিকে নরওয়ে তার নাগরিকদের উদ্ধার করবে এবং কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইনি এরিকসেন সোয়েরেইডে বলেন, কাবুলে দূতাবাস বন্ধ করবে নরওয়ে এবং কূটনীতিক, স্থানীয় কর্মী ও তাদের পরিবারকে উদ্ধার করবে দেশটি।