টানা তিন প্রান্তিকে ২ কোটির বেশি পিসি বিক্রি লেনোভোর

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা মহামারী শেষেও শক্তিশালী থাকবে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) চাহিদা। প্রায় দুই বছর ধরে চলা মহামারীতে মানুষের জীবনযাত্রা ও কাজের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন আসায় অন্তত ২০২৫ সাল পর্যন্ত শক্তিশালী প্রবৃদ্ধির আশাবাদ লেনোভোর। কোম্পানিটির প্রথম প্রান্তিকে মুনাফায় দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জনের পরও খুব শিগগির পিসির চাহিদায় শ্লথগতি দেখছে না লেনোভো। সম্প্রতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের প্রতিবেদন করেছে লেনোভো। টানা তিন প্রান্তিকে দুই কোটিরও বেশি পিসি বিক্রির মাধ্যমে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে লেনোভোর চেয়ারম্যান ইওয়ানকিং ইয়াং বলেন, হাইব্রিড কাজের মডেল নিউ নরমালে দাঁড়িয়েছে। মানুষের জীবন ও জীবিকার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে পিসি।
এপ্রিল-জুন প্রান্তিকে লেনোভোর মুনাফা ১২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৬০ লাখ ডলারে। রেফিনিটিভ ডাটার পূর্বাভাসে ৩৪ কোটি ৫২ লাখ ডলার মুনাফার পূর্বাভাস দেয়া হয়েছিল।
এপ্রিল-জুন প্রান্তিকে লেনোভোর আয় গত বছরের ১ হাজার ৩৩০ কোটি ডলার থেকে ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯০ কোটি ডলার। মোট আয়ের দিক থেকেও বিশ্লেষকদের ১ হাজার ৬০০ কোটি ডলারের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে লেনোভো।
আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত চিপ স্বল্পতা ভোগাতে পারে বলে আশঙ্কা করছেন লেনোভো সিইও ইওয়ানকিং ইয়াং। তবে লেনোভোর হাইব্রিড সাপ্লাই চেইন মডেলের কারণে চিপ স্বল্পতা কোম্পানির বিক্রিতে তেমন প্রভাব ফেলবে না বলে আশাবাদী তিনি।স্মার্টফোন খাতের উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে চায় লেনোভো। হুয়াওয়ের কোণঠাসা অবস্থার সুযোগে মটোরোলা স্মার্টফোনের মাধ্যমে শক্ত অবস্থান নিতে চায় চীনা কোম্পানিটি।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাত্কারে লেনোভো সিইও বলেন, অবশ্যই এখন থেকে আমরা মুনাফা প্রবৃদ্ধি ধরে রাখব। উত্তর আমেরিকায় আমরা তৃতীয় অবস্থান দৃঢ় করতে চাই, ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় কিছু দেশে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে চাই।
গত মাসে প্রকাশিত ক্যানালিসের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে ব্যক্তিগত কম্পিউটার বিক্রি বছরওয়ারি ১৩ শতাংশ বেড়ে ৮ কোটি ২৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের পর ডেস্কটপ বিক্রিতে প্রবৃদ্ধি দেখল পিসি বিক্রেতা কোম্পানিগুলো। টানা তিন প্রান্তিকে দুই কোটি পিসি বিক্রির মাধ্যমে সর্বোচ্চ বিক্রেতা কোম্পানি ছিল লেনোভো। গত প্রান্তিকে পিসি বাজারের ২৪ দশমিক ৪ শতাংশ শেয়ার চীনা কোম্পানিটির। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা এইচপি ও ডেলের বাজার শেয়ার যথাক্রমে ২২ দশমিক ৬ শতাংশ ও ১৭ শতাংশ।
বিশ্বব্যাপী আইটি সার্ভিস বাজার আগামী দিনগুলোতে সম্প্রসারণ হবে বলে মনে করে লেনোভো। ২০২৫ সালের মধ্যে এর আকার ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে। সার্ভার ও স্টোরেজ সেবার মাধ্যমেও নিজেদের আয় বাড়াতে চাচ্ছে লেনোভো। বর্তমানে বিশ্বের সার্ভার বাজারে লেনোভোর অবস্থান তৃতীয় এবং মূলধারার স্টোরেজ সেবায় অবস্থান দ্বিতীয়। অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে লেনোভো। ভবিষ্যতের দিকে তাকিয়ে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) প্রথম প্রান্তিকে ৪০ শতাংশ ব্যয় বাড়িয়েছে পিসি নির্মাতা জায়ান্টটি।
টানা তিন প্রান্তিকে দুই কোটিরও বেশি পিসি বিক্রির মাধ্যমে ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির তালিকায় ৬৫ ধাপ এগিয়ে ১৫৯-তে উঠে এসেছে।