কে এমনটা ভেবেছিল? মেসিকে রামোস

0

লোকসমাজ ডেস্ক॥ আসলেই জীবন নাটকের চেয়েও নাটকীয়। মাঠে তারা কতই না লড়াই করেছেন। কখনও পায়ে পায়ে টক্কর, কখনও মাথায় মাথায় ঠুকোঠুকি, কখনওবা সেটা গেছে হাতাহাতির পর্যায়েও। লিওনেল মেসি আর সার্জিও রামোসের শত্রুতাটা তো এক দুদিনের নয়, প্রায় ১৬ বছরের। মেসি বার্সেলোনা অধ্যায় শুরু সেই ছোটবেলা থেকেই, রামোস রিয়াল মাদ্রিদে ঢুকেছিলেন ২০০৫ সালে। এল ক্লাসিকোতে দুজনের ঝগড়া-কথা কাটাকাটি তাই নিয়মিত ব্যাপারই ছিল। নিয়তির ফেরে সেই দুই ‘শত্রু’ এখন একই ডেরায়, লড়বেন কাঁধে কাঁধ মিলিয়ে। বার্সেলোনা থেকে অপ্রত্যাশিত এক দলবদলে এখন পিএসজিতে মেসি। রামোসকেও একই মৌসুমে তার ১৬ বছরের পুরোনো ক্লাব থেকে ছুটিয়ে এনেছে নাসের আল খেলাইফির দল। বুধবার পিএসজির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে মেসির। আর্জেন্টাইন খুদেরাজকে স্বাগত জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রামোস লিখেছেন, ‘কে এমনটা ভেবেছিল, ঠিক না লিও? স্বাগত, স্বাগত, স্বাগত।’ রামোস সেই পোস্টে তার নিজের এবং মেসির পিএসজি জার্সির ছবি ব্যবহার করেছেন। মজার ব্যাপার হলো, ছবিতে রামোসের জার্সিটি সাদা এবং মেসিরটি নীল।