কলারোয়ায় ওয়ার্ড পর্যায়ে করোনার টিকাদানে অ্যাডভোকেসি সভা

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা প্রদান কার্যক্রম উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে ওয়ার্ড পর্যায়ে ১৮ বছরের অধিক বয়সী ব্যক্তিদের করোনার টিকা প্রদান করা হবে। অনলাইন নিবন্ধন ছাড়াও এনআইডি নিয়ে টিকাকেন্দ্রে এসে টিকা গ্রহণ করা যাবে বলে সভায় জানানো হয়। ওই কার্যক্রম সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন, পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান, সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।