দর্জি শ্রমিকদের মানববন্ধন শালিখায়

0

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মহামারি করোনাকালীন সময়ে ‘পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে চাই, বাঁচার মত বাঁচতে চাই’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলায় দর্জি শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১১ টায় শালিখা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে প্রায় দেড়শ’ দর্জি শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শালিখা উপজেলা দর্জি শ্রমিকের সভাপতি মো. আমিরুল বিশ্বাস। তিনি বলেন, করোনাকালে বিভিন্ন পেশার শ্রমিকেরা সরকারের প্রণোদনা পেয়েছেন। অথচ দর্জি শ্রমিকরা সরকারের কোন প্রকার অনুদান বা প্রণোদনা পাননি। তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করেন।