পাইকগাছায় বাল্যবিয়ে, বর-কনের পিতা ও পুরোহিতকে জরিমানা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে পুরোহিতসহ ছেলে ও মেয়ের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক।
জানা যায়,উপজেলার হিতামপুর গ্রামের বাসুদেব বিশ্বাস তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালীর নারদ বিশ্বাসের ছেলে সাথে বুধবার সন্ধ্যায় বিয়ে দেন। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়ার অপরাধে পুরোহিত ও ছেলে-মেয়ের অভিভাবককে ৪ হাজার টাকা জরিমানা করেন। এর আগে ছেলে ও মেয়ের বাবা এর্ব পুরোহিতকে বিয়ের অনুষ্ঠান থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।