নাভারণে শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় পোশাক ও ওষুধ উদ্ধার,আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক ও ওষুধ জব্দ করেছে বিজিবি। এ সময় ইসরাফিল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, রাত ১০টার দিকে তাদের নায়েক মো. সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা নাভারনে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করেন। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ভারত থেকে আমদানি বৈধ পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা ৬০ পিস উন্নতমানের শাড়ি, ৯শ’ শেরওয়ানি, জর্দ্দা ২৫০ কৌটা, কারেন্ট জাল ১৩৮ কেজি, বিভিন্ন প্রকার ওষুধ ৫১ হাজার পাতা, বিভিন্ন প্রকার হোমিও ওষুধ ১ হাজার ১৪৬ বোতল, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মূল্য ৬১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া গাড়িতে থাকা ইসরাফিল ইসলাম নামে ওই যুবককে আটক করেন বিজিবি সদস্যরা।