যশোরে কর্মহীন চা দোকানি ও হোটেল শ্রমিকদের প্রশাসনের সহায়তা

0

স্টাফ রিপোর্টার॥ যশোর জেলা প্রশাসন লকডাউনে বন্ধ চা দোকানিদের প্রধানমন্ত্রীর উপহার দিয়ে খাদ্য সহায়তা করেছে। রবিবার থেকে এ সহায়তা কর্মকান্ড শুরু হয়।
খাদ্য সহায়তা কর্মকাণ্ডের সমন্বয়কারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, গতকাল সোমবার পর্যন্ত যশোর পৌর এলাকার ১২৬১ জন চা দোকানিকে খাদ্য সহায়তা করা হয়। এ কর্মকাণ্ড চলে যশোর জিলা স্কুল মাঠে।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সম্প্রতি আটক ব্যাটারিচালিত রিকসাগুলো আজ ছাড়া হবে। রিকসা জব্দের সময় যে টোকেন দেয়া হয়েছে তা দেখাতে হবে চালক অথবা রিকসামালিকদের।
এছাড়া যশোর জেলা পুলিশের পক্ষ থেকে কর্মহীন একশ’ হোটেল শ্রমিকের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই খাদ্য বিতরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. বিলাল হোসাইন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) সুমন ভক্ত জানান, পুলিশ সুপারের পক্ষ থেকে কর্মহীন হোটেল শ্রমিকদের পরিবারপিছু দশ কেজি সাধারণ চাল, এক কেজি পোলাওয়ের চাল, সেমাই, চিনি, দুধ ও একটি করে সাবান দেওয়া হয়েছে।