পাইকগাছায় করোনার দ্বিতীয় পর্যায়ে টিকা কার্যক্রম শুরু

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় মহামারি করোনা প্রতিষেধকের দ্বিতীয় পর্যায়ের টিকা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নীতিশ চন্দ্র গোলদার। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন এ পর্যান্ত পাইকগাছায় ২২ হাজার মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। খুলনা সিভিল সার্জন অফিস থেকে চিনের সিনো ফার্মার ৪ হাজার ডোজ টিকা পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মুখপাত্র চিকিৎক ইফতেখার বিন রাজ্জাক বলেন নিবন্ধনের তুলনায় টিকা খুবই কম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক সুজন কুমার সরকার, আরএমও সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার প্রশান্ত কুমার মন্ডল প্রমুখ।