সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনে প্রতিদিনই বাড়ছে শহরের সড়কগুলোতে মানুষের সমাগম। হাট বাজারেও প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। শহরের অধিকাংশ দোকান পাট আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে। সড়কে জরুরি পণ্যবাহী পরিবহনের পাশাপাশি অসংখ্য ছোট ছোট যান চলাচল করেেত দেখা গেছে।
তবে প্রশাসনের পক্ষ থেকেও থেমে নেই তৎপরতা। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫ টি মামলায় ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলায় একজন করে ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন মোতায়েন রয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারণকে সরকারের দেয়া লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।