ডিএসইর ব্লক মার্কেটে ৬৮ কোটি টাকার লেনদেন

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৫২ লাখ ১৭ হাজার ১৭টি শেয়ার ৫৫ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে ৬৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে।বৃহস্পতিবার (৮ জুলাই) ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব‌্যাকোর। সোনালী পেপারের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭ লাখ ৬৯ হাজার টাকার এবং বিকন ফার্মার তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, আমান কটনের ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ লাখ ৫২ হাজার টাকার, আমান ফিডের ৮৭ লাখ ১৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২১ লাখ ৩৬ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৫ লাখ ২৮ হাজার টাকার, বেক্সিমকোর ৪ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭০ লাখ টাকার, ডিবিএইচের ৭ লাখ ৫৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪৫ লাখ ১৫ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫ লাখ ৬৮ হাজার টাকার, ফরচুনের ২২ লাখ ৫৫ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ১ কোটি ৬৭ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৬ লাখ ৯৭ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ১৩ লাখ ৩৭ হাজার টাকার, ইনফর্মেশন সার্ভিসেসের ৬ লাখ ২৯ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪১ লাখ ৫৫ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৪ লাখ ৭১ হজার টাকার, মালেক স্পিনিংয়ের ৮ লাখ ৬৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৭২ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৯ লাখ ৫০ হাজার টাকার, অলিম্পিকের ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ১২ লাখ ৪৬ হাজার টাকার, আরডি ফুডের ১৪ লাখ ৫৬ হাজার টাকার, সী পার্লের ১৩ লাখ ৮৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২০ লাখ ৬৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৩ লাখ ৫৮ হাজার টাকার এবং ইউনিলিভারের ৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।