যশোরে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুতে ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা নিমতলায় দুর্ঘটনায় ৪ জন নিহতের জন্য দায়ী সেই ট্রাকচালককে আটক করতে পারেনি পুলিশ। তবে অজ্ঞাতনামা ওই চালককে আসামি করে মঙ্গলবার কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। নাভারন হাইওয়ে থানা পুলিশের এটিএসআই অহিদুল ইসলাম মামলাটি করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৭ জুন রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ধোপাখোলা নিমতলা নামক স্থানে বেনাপোলগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৫-৭০৫৪) সাথে বিপরীতমুখি বেপরোয়া গতির একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৯২৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে যাত্রী সাদমান চৌধুরী, আবু সৈয়দ, নাইম ও চালক আলী নেওয়াজ চৌধুরী নিহত এবং যাত্রী শাহাবুদ্দিন গুরুতর আহত হন। পরে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটনোর অপরাধে ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় ঘাতক ট্রাকের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য, ঘাতক ট্রাকের চালককে এখনও আটক করতে পারেনি পুলিশ।