ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘নাইনটি ব্যাশ’

0

লোকসমাজ ডেস্ক॥টেস্ট-ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি ফরম্যাট। এখন পর্যন্ত এই তিনটি ফরম্যাটকে আইসিসি আন্তর্জাতিক মর্যাদা দিয়েছে। যদিও সিক্স এ সাইড, টি-টেন, দ্য হান্ড্রেড, আত্মপ্রকাশ করেছে। তবে তা আইসিসি স্বীকৃত হলেও আন্তর্জাতিক মর্যাদা পায়নি। এবার ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন ফরম্যাট।‘নাইনটি ব্যাশ’ নামে ৯০ বলের একটি নতুন ফরম্যাট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান বুখাতির গ্রুপ। ইতোমধ্যে নতুন এই ফরম্যাটকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালে আরব আমিরাতের মাঠে গড়াবে নাইনটি ব্যাশ।
বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির মনে করেন, নতুন ফরম্যাটের মাধ্যমে ক্রিকেট পাবে ভিন্ন মাত্রা। লীগটি চালু করার পিছনে আব্দুল রেহমান বুখাতির ছাড়াও ভূমিকা রাখছেন পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি দল করাচি কিংসের মালিক সালমান ইকবাল।
ইতোমধ্যে আরব আমিরাতের বিভিন্ন ধনকুবের কোম্পানিগুলো নতুন লীগটিতে দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছেন।
এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক এবং করাচি কিংসের মালিক সালমান ইকবাল ক্রিকবাজকে বলেন, নাইনটি ব্যাশ সমর্থকদের মনে নতুন উদ্দীপনা তৈরি করবে।
সম্ভবত আধুনিক খেলায় এটিই হতে চলেছে অভিনব সংস্করণ। যেহেটু টি-১০ একটু বেশিই ছোট ফরম্যাট হয়ে গেছে। যার মধ্যমে ক্রিকেটের আসল মজাটা উপভোগ্য হচ্ছে না।’ শুক্রবার আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে নাইনটি ব্যাশের পথচলা শুরু হয়েছে। যাতে টুর্নামেন্টটির লোগো উন্মোচন, অনুমোদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবি মিনিস্ট্রি অব টলারেন্স ও ইসিবি চেয়ারম্যান শেখ আল নাহিয়ান বিন মুবারক। ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি, আবুধাবি স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আরেফ আল আওয়ানী এবং আরো অনেকে।