ঢাকার পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে’

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন অধ্যাপক ডা. রোবেদ আমিনকরোনা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন অধ্যাপক ডা. রোবেদ আমিনরাজধানী ঢাকার চারপাশের এলাকা থেকে যদি মানুষকে ঠেকিয়ে রাখা না যায়, তাহলে ঢাকার করোনা পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা বলেছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
দেশে এখন করোনাভাইরাসের দ্বিতীয় নাকি তৃতীয় ঢেউ চলছে প্রশ্নে তিনি বলেন, ‘দ্বিতীয় কিংবা তৃতীয় ঢেউয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কিনা। আমরা হয়তো দ্বিতীয় ঢেউ শেষ করতে পারিনি এখনও, কিন্তু খেয়াল করতে হবে, সংক্রমণের হার যদি পাঁচ শতাংশ বা এর নিচে রেখে দিতে পারি, তাহলে পরিস্থিতি সবসময়ই স্ট্যাবল বা স্থিতিশীল থাকবে। আর পাঁচ শতাংশের নিচে যদি কমপক্ষে তিন সপ্তাহ বা তারও কম সময় ধরে রাখা যায়, তাহলে করোনার সংক্রমণ থেকে দেশ মুক্তি পেতে পারে।’
ডা. রোবেদ আমিন বলেন, ‘কিন্তু আমরা সেটা পারিনি। সেজন্য দ্বিতীয় বা তৃতীয় ঢেউ নয়— সংক্রমণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটাই বড় খবর।’
ঢাকায় লকডাউন জরুরি কিনা সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, ‘ঢাকার চারপাশের যেসব এলাকা থেকে ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেসব স্থানগুলোকে যদি বন্ধ করা যায়, তাহলে ঢাকার ভেতরে লকডাউন দেওয়া জরুরি বা তার প্রয়োজন হবে না।’
‘‘কিন্তু যদি আমরা সে পরিস্থিতি ‘কন্ট্রোল’ করতে না পারি, অর্থাৎ ঢাকার চারপাশের এলাকা থেকে যদি মানুষকে ঠেকিয়ে রাখতে না পারি, তাহলে এমনও হতে পারে যে, ঢাকার পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে।’’
অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘সেক্ষেত্রে হয়তো লকডাউনের প্রয়োজন আছে বলে মনে হতে পারে। কিন্তু বর্তমান সময়ে এজন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশেপাশের জেলাতে যদি লকডাউন ঠিকভাবে পালিত হয়, তাহলে ঢাকামুখী মানুষের যাত্রা কমে যাবে। আর সেটা হলে লকডাউনের প্রয়োজন হবে বলে মনে করছি না।’