কয়রা-গাবুরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে মেগা প্রকল্প

0

খুলনা সংবাদদাতা॥ খুলনার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ সংস্কারের জন্য নেওয়া হচ্ছে মেগা প্রকল্প। খুলনার কয়রা উপজেলার ১৪/১নং পোল্ডারে উত্তর ও দক্ষিণ বেদকাশির বাঁধ নির্মাণে এক হাজার ১৭৬ কোটি ৬৩ লাখ টাকা এবং সাতক্ষীরা জেলার গাবুরায় ১৫নং পোল্ডারে বাঁধ নির্মাণে এক হাজার ২৩ কোটি ৬৭ লাখ টাকার দুটি প্রকল্প একনেক বৈঠকের অপেক্ষায় রয়েছে।
পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (৪ জুন) খুলনার কয়রায় ভাঙনকবলিত ও বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শনকালে তিনি বলেন, ‘দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের ১৪/১ ও ১৫নং পোল্ডারের বেড়িবাঁধ ঘন ঘন দুর্যোগের কারণে বিধ্বস্ত হচ্ছে। চলতি বছরেই এ দুটি পোল্ডারে শত শত কোটি টাকা ব্যয় করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কাজ বর্ষা মৌসুমের পরেই শুরু হবে।’ সংসদ সদস্য আলহাজ মো. আকতারুজ্জামান বাবু জানান, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণে চলতি বাজেটে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, ‘দীর্ঘদিন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কয়রা উপজেলার ১৪/১-২ নং পোল্ডারে পার্শ্ববর্তী শ্যামনগর ও আসাশুনির চেয়ে অনেক কম বরাদ্দ হতো। কিন্তু চলতি বছরের বরাদ্দে ১৪/১-২ নং পোল্ডারে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ পাওয়া গেছে এবং আগামী তিন বছরের মধ্যে কয়রার ১২০ কিলোমিটার বেড়িবাঁধের বেশির ভাগ টেকসই করা হবে।’ এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের উপসচিব একেএম আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের (আইএমইডি) পরিচালক (উপসচিব) মো. শাহাদাৎ হোসাইন, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. লুৎফর রহমান, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনার প্রধান প্রকৌশলী মো. রফিকউল্লাহ ও খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন উপস্থিত ছিলেন।