২ ব্রোকারেজ হাউজকে ডিজিটাল বুথ খোলার অনুমতি

0

লোকসমাজ ডেস্ক॥চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত দুটি ব্রোকারেজ হাউজকে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।রোববার (৯ মে) বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কবির সিকিউরিটিজকে (সিএসই ট্রেক- ৫৬) চট্টগ্রামের নাজিরহাট ও খাতুনগঞ্জে ডিজিটাল বুথ খোলার অনুমোদন দেওয়া হয়েছে।
আর বি রিচকে (সিএসই ট্রেক- ২৭) সিলেট শহরের উত্তর ধুপার দিঘীর পাড় এলাকায় ১টি ডিজিটাল বুথ খোলার অনুমতি দেওয়া হয়েছে।