কঠিন লকডাউন জারি হতে পারে ভারতের ১৫০ জেলায়

0

লোকসমাজ ডেস্ক॥ভারতের অন্তত ১৫০টি জেলায় লকডাউন জারি হতে যাচ্ছে। এসব জেলায় করোনা সংক্রমণ শনাক্তের হার ১৫ শতাংশের বেশি। ফলে এসব জেলায় স্বাস্থ্য ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই লকডাউন ঘোষণা করা হচ্ছে এসব জেলায়। একইসঙ্গে ঘোষণা করা হবে নানা নতুন বিধিনিষেধ। এ খবর দিয়েছে দ্যা টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়েছে, ইউনিয়ন স্বাস্থ্যমন্ত্রী নিজেই এই সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত কার্যকরি হয়নি।
এ নিয়ে প্রাদেশিক সরকারগুলোর সঙ্গে কথা বলার পরেই কার্যকর করা হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবে আরো সংশোধন আসতে পারে। তবে যেসব এলাকায় সংক্রমণের উচ্চহার রয়েছে সেখানে সংক্রমণ থামাতে সরকার বদ্ধ পরিকর।
এ নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে এক শীর্ষ কর্মকর্তা জানান, আমাদের বিশ্লেষণ বলছে যে, এখনই এসব এলাকায় কঠিন লকডাউন দেয়া ছাড়া পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।