সংক্রমণের নতুন রেকর্ড ভারতের

0

লোকসমাজ ডেস্ক॥বিশ্বে করোনার দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড গড়লো ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩২ হাজার ৫০৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার প্রথমবার তিন লাখের বেশি করোনা আক্রান্তের তথ্য জানানো হয়েছিল। করোনা মহামারি শুরু হওয়ার পর শুক্রবারই ভারতের সবচেয়ে বেশি দৈনিক সংক্রমণ রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এটিই বিশ্বজুড়ে কোনো দেশের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। অর্থাত্ এত দ্রুত হারে কোনো দেশে সংক্রমণ ছড়ায়নি এর আগে।
সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে রেকর্ড সংখ্যক প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ২৬৩ জন। দেশটিতে করোনায় এ পর্যন্ত এক লাখ ৮৬ হাজার ৯২৮ জন প্রাণ হারিয়েছেন।
ভারতে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ঘটছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে। সংক্রমণ দ্রুত বাড়ায় স্বাস্থ্যব্যবস্থার ওপর ব্যাপক চাপ পড়েছে। মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। পরিস্থিতি এমন পর্যায়ে গড়িয়েছে যে, অক্সিজেন সরবরাহ নিশ্চিতের জন্য আদালতকে নির্দেশ দিতে হচ্ছে।