পাঁচ ম্যাচেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে

0

লোকসমাজ ডেস্ক॥অস্ট্রেলিয়ান ক্রিকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ৫ ম্যাচ। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে গ্রিনের দুর্দান্ত টেস্ট অভিষেক হয়। চার টেস্টে করেন ২৩৬ রান। পরে সেই ধারাবাহিকতা ধরে রাখেন শেফিল্ড শিল্ডেও। ৭৬.৮৩ গড়ে তিন সেঞ্চুরিতে করেন ৯২২ রান। ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন গ্রিন। প্রথমবারের মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন তিনি।
গ্রিনকে নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, ‘আমরা বিশ্বাস করি দুর্দান্ত গ্রীষ্ম কাটানোর পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে ক্যামেরন।’
এই চুক্তিতে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার ট্রাভিস হেড ও ম্যাথু ওয়েডের। সেই সঙ্গে চুক্তি থেকে বাদ পড়েছেন জো বার্নস, মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস। ইনজুরির কারণে এই চুক্তিতে বিবাচনা করা হয়নি তরুণ ব্যাটসম্যান উইল পুকোভস্কিকে। ফিট থাকলে আগামী গ্রীষ্মে অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে নিয়মিতই ওপেনিং করতে দেখা যাবে তাকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।