যশোরে স্বাস্থ্য বিভাগের টেলিমেডিসিন সেবা চালু

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা চিকিৎসায় যশোর স্বাস্থ্য বিভাগ ৭ সদস্যের চিকিৎসক দল দিয়ে টেলিমেডিসিন সেবা চালু করেছে। এদিকে, গতকাল যশোরে করোনায় আক্রান্ত হয়ে ফায়ার সার্ভিসের সাবেক এক কর্মকর্তার মৃত্যু হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন। জেলায় গতকাল আরো ৫১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সৈয়দ হাসান ইমাম (৮০) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টায় তার মৃত্যু হয়। সৈয়দ হাসান ইমামের বাড়ি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায়। তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী রাশিদা বেগম (৭০) ছিলেন ঘোপ সেবাসংঘ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি একই হাসপাতালের আইসিইউ-এ চিকিৎসাধীন রয়েছেন। ১৫ দিন আগে এই দম্পত্তি করোনায় আক্রান্ত হলে তাদের খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অন্যদিকে, করোনার উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মহিলা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২০ এপ্রিল বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। রঞ্জিতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারইপাড়া গ্রামের মৃত নিতাইয়ের স্ত্রী। যশোরের করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে। গতকাল নতুন করে আরো ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৬ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের ভেতর মৃত্যু হয়েছে ৮৩ জনের। ৫ হাজার ১শ ৬৩ জন সুস্থ হয়েছেন। ২৬ জন হাসপাতালে ও ৮শ ৮২ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আইসোলেশনে থাকা করোনা রোগীদের চিকিৎসা সেবায় যশোর জেলা স্বাস্থ্য বিভাগ মোবাইল ফোনের মাধ্যমে টেলিমিডিসিন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এ পদ্ধতির জন্যে ৭ জন চিকিৎসক ঘরে বসে রোগীদের চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন গত ১৩ এপ্রিল ৭ সদস্যবিশিষ্ট এ টেলিমেডিসিন চিকিৎসা টিম গঠন করেন। টেলিমেডিসিনের চিকিৎসায় যোগাযোগের জন্য চিকিৎসকদের মোবাইল নম্বর ও উল্লেখ করা হয়েছে। এসব চিকিৎসক ও তাদের মোবাইল নম্বরগুলো হচ্ছে : চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার রায়। মোবা : নং-০১৭৪০-২৩৪০৩৪। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মোশতাক আইসেদ। মোবা: নং-০১৭১৫-১৮২৯২৯। ঝিকরগাছা গঙ্গানন্দপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রশিদ রায়হান। মোবা: ০১৬৪৮-৮২৫৭৭১। শার্শা উপজেলার লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম। মোবা: -০১৯২৬-৭৭৫৩২৬। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইএমও ডা. মো. আলিমুর রাজীব। মোবা: ০১৭৮৯-১৮৯১৮৯। মণিরামপুরের ভোজগাতী ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. অনুপ কুমার বসু। মোবা: ০১৮১০-১৫৮৯৬৪ ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই এমও ডা. প্রদীপ্ত চৌধুরী। মোবা: ০১৮৩৭-৮৭৬৫৪। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, বর্তমানে যারা বিশ্বের ন্যায় বাংলাদেশে করোনা পরিস্থিতি মহামারি পরিস্থিতি বিরাজ করছে। যশোর জেলায়ও আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই যে সকল রোগী আইসোলেশনে আছেন বা থাকবেন তারা এ সকল চিকিৎসকের নিকট থেকে টেলিমেডিসিনের মাধ্যমে মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। সাধারণ মানুষও পরামর্শ নিতে পারবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। গত ১৩ এপ্রিল হতে গতকাল পর্যন্ত ৪ শতাধিক লোক করোনায় আক্রান্ত হয়ে টেলিমেডিসিনের আওতায় সেবা নিয়েছেন। এসব আক্রান্তদের পাশাপাশি কয়েক হাজার মানুষ টেলিমেডিসিনে চিকিৎসা নিয়েছেন বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন।